প্রকাশিত: 11/01/2021
বসুরহাট পৌরসভায় আওয়ামী লীগ মেয়রপ্রার্থী আবদুল কাদের মির্জা বলেন, চারদিকে বারুদের গন্ধ পাই, অস্ত্রের ঝনজনানি শুনি। যে কোন সময় আমার জীবন বিপন্ন হতে পরে।
আজ রোববার বসুরহাট পৌর নির্বাচন সামেন রেখে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
মিডিয়ার সমালোচনা করে কাদের মির্জা বলেন, পত্র-পত্রিক আসল কথা গুলো লেখে না। এডিট করে কথা বিকৃত করে। অন্যায় অনিয়মের সঙ্গে জড়িত কিছু নেতা সাংবাদিকদের টাকা দিয়ে এসব বিকৃত সংবাদ পরিবেশন করে। আমার কথা শুনে পনেরোআনা মানুষ আমার প্রশংসা করে। বাকি একআনা মানুষ আমার সমালোচনা করে। আর আমি এই নির্বাচনকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে নিয়েছি।
ওবায়দুল কাদের প্রসঙ্গে তিনি বলেন, ওবায়দুল কাদের সাহেবকে আগামীতে জিততে হলে আরও সতর্কতা অবলম্বন করতে হবে। তার সঙ্গে যারা চলেন, তাদের ওপর নজর রাখতে হবে। কে কোন যায়গা থেকে মাসোয়ারা নেয় সেদিকেও খেয়াল রাখতে হবে।