ফরিদগঞ্জ আওয়ামীলীগের বিরুদ্ধে ১০ তারিখে হামলা ১০ তারিখেই হাজিরা, বাদী অনুপস্থিত

ফরিদগঞ্জ আওয়ামীলীগের বিরুদ্ধে ১০ তারিখে হামলা ১০ তারিখেই হাজিরা, বাদী অনুপস্থিত

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় গত বছরের ১০ জানুয়ারীতে উপজেলা আওয়ামীলীগের নিজ দলের বিবাদমান গ্রুপের হামলায় দলীয় কার্যালয় ভাংচুর ও আহত করার মামলার ঠিক এক বছরের মাথায় সেই মামলার গতকাল ১০ জানুয়ারী রবিবার হাজিরা দিতে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করে চাঁদপুর আদালতে । 

ওইদিন উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনায় অর্ধশত দলীয় নেতৃবৃন্দ আহত হলেও হামলাকারীরা উল্টো উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা দায়ের করে।

জনৈক রাসেলের দায়ের করা মামলায় হাজিরার দিন ছিলো গতকাল রোববার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের দিনই। ফলে আদালতের হাজিরা দিতে গিয়ে তারা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি সেখানেই অর্থাৎ আদালতের বারান্দাতেই পালন করতে বাধ্য হয়।

এবিষয়ে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেও আজ আমাদের জাতির পিতার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের দিনে মিথ্যা মামলায় আদালতের বারান্দায় কাটাতে হলো।

সেদিন তারা জাতির পিতা, প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর, অন্তত অর্ধশত নেতা-কর্মীকে আহত এবং মোটরসাইকেল, কয়েকটি গাড়ি প্রকাশ্যে ভাংচুর করলেও উল্টো আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। সেই মামলায় আজ আমরা হাজিরা দিতে এসেছি।

আরও পড়ুন

×