প্রকাশিত: 11/01/2021
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানির মামলা করা হবে। সোমবার সকালে রাজধানীর মানিকনগড়ে খাল পরিষ্কার কার্যক্রম পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তাপস বলেছেন, দুর্নীতির অভিযোগ নিয়ে সাবেক মেয়র সাঈদ খোকনের বক্তব্য মানহানিকর। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত শনিবার রাজধানীর মানববন্ধনে প্রাক্তন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন দাবি করেছেন, শেখ ফজলে নূর তাপস মেয়র পদে যোগ্যতা হারিয়েছেন।
তিনি অভিযোগ করেন, তাপস দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে কয়েকশো কোটি টাকা নিজস্ব মধুমতি ব্যাংকে স্থানান্তর করেছেন। এছাড়া বিভিন্ন ব্যক্তি ও সংস্থায় কয়েকশো কোটি টাকা বিনিয়োগ করে তারা কোটি কোটি টাকা লাভ হিসেবে নিচ্ছেন।
অন্যদিকে অর্থের অভাবে দক্ষিণ সিটি কর্পোরেশনের দরিদ্র কর্মচারীরা কয়েক মাস ধরে বেতন পাচ্ছেন না। তহবিলের অভাবে সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বন্ধ হয়ে গেছে