২৫ জানুয়ারির মধ্যে ভারত থেকে ভ্যাকসিন আসবে: স্বাস্থ্য বিভাগ

প্রকাশিত: 12/01/2021

নিজস্ব প্রতিবেদন:

২৫ জানুয়ারির মধ্যে ভারত থেকে ভ্যাকসিন আসবে: স্বাস্থ্য বিভাগ

বাংলাদেশ স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ২৫ জানুয়ারির মধ্যে ভারত থেকে ভ্যাকসিন আসবে। সোমবার স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এবিএম খুরশিদ আলম সংবাদ সম্মেলনে একথা বলেন।

তিনি বলেন, সরকার আশা করছে, ভারতের সেরাম ইনস্টিটিউটে উত্পাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা করোনাভাইরাস ভ্যাকসিন ২৫ জানুয়ারির মধ্যে বাংলাদেশে পৌঁছে যাবে।

"বেক্সিমকো ফার্মা আমাদের জানিয়েছে, ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে এই ভ্যাকসিন বাংলাদেশে আসবে।" ভ্যাকসিনটি আসার পর বেক্সিমকো ওয়্যারহাউজে দু'দিন থাকবে।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আরও জানায়, সেখান থেকে স্বাস্থ্য বিভাগের তালিকা অনুযায়ী দেশের বিভিন্ন জেলায় ভ্যাকসিন প্রেরণ করা হবে।


 

আরও পড়ুন

×