প্রকাশিত: 13/01/2021
ঢাকা দক্ষিনের সাবেক মেয়ন সাঈদ খোকনের বিরুদ্ধে মামলা দুটো প্রত্যাহরের আহ্বান জানিয়েছেন বর্তমান মেয়র শেখ ফজলে নুর তাপস। আজ মঙ্গলবার সাকারাঈন উৎসব উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন।
মেয়র শেখ ফজলে নুর তাপস আরো বলেন যে, ব্যাক্তিগত আক্রোশ থেকে সাবেক মেয়ন সাঈদ খোকন এই কথা বলেছেন, মেয়র সাঈদ খোকন এর নামে নানা অভিযোগ ও বিরূপ মন্তব্য মানুষের কাছে হাস্যরসে পরিণতে হয়েছে। মেয়র বলেন বর্তমান মামলা দুটোর সাথে আমার কোন সম্পৃক্ততা নেই, অতি উৎসায়ী হয়ে তারা মামালা করেছে। আমি মামলা গুলো প্রত্যাহার করার আহবান জানাচ্ছি।