সহিংসতা ও নির্বাচন একসাথে হতে পারে না: মাহবুব তালুকদার

সহিংসতা ও নির্বাচন একসাথে হতে পারে না: মাহবুব তালুকদার

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, পৌরসভা নির্বাচনে সহিংসতা বাড়ছে। তিনি বলেছেন সহিংসতা এবং নির্বাচন একসাথে হতে পারে না।

শনিবার (১৬ জানুয়ারি) সাভার পৌরসভার তিনটি ভোটকেন্দ্রে ১৮টি বুথ কেন্দ্রে পরিদর্শন শেষে লিখিত জবাবে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, নির্বাচনী প্রক্রিয়া পরিবর্তন না হলে এই সহিংসতা থামানো যাবে না। সবার এ বিষয়ে একমত হওয়া দরকার। মাহবুব তালুকদার মনে করেন যে কোনও নির্বাচনের চেয়ে মানুষের জীবন বেশি মূল্যবান।

মাহবুব তালুকদারের মতে, সাভার পৌরসভার ভোটকেন্দ্রে দুপুর ১ টা অবধি ৭৩১১ জন ভোটারের মধ্যে ১২৩২ জন ভোট দিয়েছেন। ৩ টি বুথে আমি ৩ জন বিরোধী প্রার্থীর পোলিং এজেন্ট দেখেছি কিন্তু অন্য কোথাও কোনও এজেন্ট ছিল না। তাছাড়া সাভার পৌর এলাকায় বিরোধী প্রার্থীর কোনও পোস্টার দেখিনি। এক্ষেত্রে নির্বাচন অংশগ্রহণমূলক বলা যায়না। অংশগ্রহণমূলক না হলে কোনও নির্বাচন নিখুঁত হয় না।
 

আরও পড়ুন

×