পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ৪৫টি এবং ৪টি বিএনপি জয়ী

প্রকাশিত: 17/01/2021

ডে-নাইট নিউজ:

পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ৪৫টি এবং ৪টি বিএনপি জয়ী

ক্ষমতাসীন আওয়ামী লীগ পৌরসভায় নির্বাচনে দ্বিতীয় দফায় বিরাট ব্যবধানে জয়লাভ করেছে। এই পর্বে ৬০টি পৌরসভার মধ্যে ৪৯টিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বেসরকারিভাবে মেয়র পদে বিজয়ী হয়েছেন।

এছাড়া এই দলের ৪ জন বিদ্রোহী প্রার্থীও মেয়র নির্বাচিত হয়েছেন। অন্যদিকে বিএনপির ৪জন প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন। এই দলের দুই জন বিদ্রোহী প্রার্থীও জিতেছেন।

এই বড় দুই দলের পাশাপাশি জাতীয় পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের একটি করে পদে মেয়র নির্বাচিত হন। পাশাপাশি ২টি পৌরসভায় স্বতন্ত্র প্রার্থীরা বিজয় লাভ করেছেন। 

শনিবার ৬০টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জের একটি কেন্দ্রের নির্বাচন স্থগিত হওয়ায় সেই পৌরসভার ফলাফল ঘোষণা করা হয়নি। একক প্রার্থী থাকায় চারজন প্রার্থী ভোটের আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। 

উল্লেখ্য, এর আগে প্রথম পর্যায়ে ২৯টি পৌরসভার মধ্যে আওয়ামী লীগ ২৪টি, বিএনপি ২টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৩টিতে জয় লাভ করেছিলেন।


 

আরও পড়ুন

×