প্রকাশিত: 18/01/2021
পরিবার-পরিজনকে সাথে দেখা যান এমন চলচ্চিত্র নির্মাণের জন্য চলচ্চিত্র সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, চলচ্চিত্র সেভাবেই তৈরি করতে হবে, যেন পরিবার পরিজনকে সাথে নিয়ে দেখা যায়।
আজ রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, দেশের চলচ্চিত্রশিল্প নষ্ট হয়ে যাক সেটি সরকার কখনও চায় না। শুধু বাংলাদেশেই নয়, এখন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ সিনেমা দেখছে। আর মানুষ যাতে সিনেমা দেখে, তার ব্যবস্থা করতে হবে।
সমাজে শিল্পীদের আলাদা সম্মান আছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, আমি আলোচনা করে দেখব যে, যারা আজীবন সম্মানা পাচ্ছেন, তাদের সম্মানটা যেন তারা সব সময় পান।
এসময় তিনি করোনা মহামারীর মধ্যে মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতন করতে দায়িত্ব পালন করায় চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানান।