প্রকাশিত: 19/01/2021
ফরিদপুর -৪ সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, "নোয়াখালীর এক নতুন পাগলকে (কাদের মির্জা) বাইরে রাখা ঠিক নয়, তাকে পাবনায় প্রেরণ করা উচিত।"
রবিবার পৌর এলাকার রায়পাড়া স্কুল মাঠে এক চত্বরে সংবর্ধনা অনুষ্ঠানে এক বক্তব্যে এমপি নিকসন চৌধুরী এসব মন্তব্য করেন।
নিকসন চৌধুরীর বলেন, "নোয়াখালীর এক ক্রেজি নেতা (কাদের মির্জা) বলেছেন, 'ফরিদপুর -৪ আসনে ভোট চুরি করে আমি এমপি হয়েছি।'
নিক্সন চৌধুরী বলেন, "আমি সেই পাগলটিকেই চ্যালেঞ্জ জানাবো। গত দুইবার সংসদ নির্বাচনে এলাকার মানুষ উত্সব পরিবেশে ভোট দিয়ে আমাকে এমপি বানিয়েছে।" এখানে তারা নৌকার বিপক্ষে নয়। পানামা কেলেঙ্কারির দুর্নীতিবাজ কাজী জাফরুল্লাহর বিরুদ্ধে ভোট দিয়ে আমাকে বিজয়ী করেছে। '
নিক্সন চৌধুরী বলেন, "আমি জীবনে কোনদিন নোয়াখালিতে যাইনি।" তিনি ভাইরাল হয়ে নেতা হতে চান। এই সমস্ত উন্মাদনা ছেড়ে দিন, অন্যথায় লোকজন এমন ধোলাই দেবে চেহারা পালটিয়ে দেবে।'
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন থানার ওসি সৈয়দ লুৎফর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান, ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সীসহ অন্যান্য নেতৃবৃন্দ।