জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ

প্রকাশিত: 20/01/2021

নিজস্ব প্রতিবেদন :

জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের ১৯শে জানুয়ারি বগুড়া জেলা তিনি জন্মগ্রহণ করেন। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় এ দিনটি পালন করবে বিএনপি।

আজ রোববার দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে শহীদ জিয়াউর রহমানের করবে ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। এই দিনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। জন্মবার্ষিকী উপলক্ষে দৈনিক সংবাদপত্রে ক্রোড়পত্র ও পোস্টার প্রকাশ করা হবে।

অন্যদিকে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনসহ পেশাজীবী সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসমূহ জিয়াউর রহমানের জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে চিত্রাষ্কন, রচনা প্রতিযোগিতাসহ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করবে। 

প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭১ সালের ২৭শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা করেন জিয়াউর রহমান। ১৯৭৫ সালের সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে আবারো আলোচনায় কেন্দ্রবিন্দুতে আসেন জিয়াউর রহমান। নানা পট-পরিবর্তনের মধ্যে দিয়ে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শহীদ জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী খালেদা জিয়া দলের হাল ধরেন।

জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার প্রতি গভীর শ্রদ্ধা ও আত্মার মাগফিরাত কামনা করে বলেন, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক, মুক্তিযুদ্ধে জেড ফোর্সের অধিনায়ক, আধুনিক বাংলাদেশের রূপকার সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান, বীর উত্তমের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতি জানাই গভীর শ্রদ্ধা।

আরও পড়ুন

×