গ্যাস - সংযোগ আর নয় বাসাবাড়িতে 

প্রকাশিত: 16/10/2019

নিজেস্ব প্রতিবেদন

গ্যাস - সংযোগ আর নয় বাসাবাড়িতে 

গ্যাস - সংযোগ আর নয় বাসাবাড়িতে 

বাসা বড়িতে আর নতুন সংযোগ দেওয়া হবে না । এর পরিবর্তে এলপিজি ( তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) ব্যবহার করতে হবে । জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান । 
উনি আরও বলেন ; সভায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটি আবাসনের প্রস্তাব উঠলে সেখানে বলেন গ্যাস সংযোগ প্রদানের ক্ষেত্রে এলপিজি ব্যবহার করতে নির্দেশ দেন প্রধান মন্ত্রী । 

আরও পড়ুন

×