চসিক নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে

চসিক নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।

এই সিটি নির্বাচনে ৪১টি ওয়ার্ডের মোট ৭৩৫টি কেন্দ্রে ৪৮৮৬ টি বুথে ইভিএমের মাধ্যমে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে।

চসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেছেন, “নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুরো নির্বাচনী এলাকাটি নিরাপত্তার বলয় সৃষ্টি করা হয়েছে। আমি আশা করছি আনন্দঘন পরিবেশে ভোট গ্রহণ শেষ করতে পারবো।'

চট্টগ্রাম শহরে ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৯২ হাজার ৩৩ জন এবং মহিলা ভোটার ৯ লাখ ৪৬ হাজার ৬৭৩ জন। ১ জন মেয়র ছাড়াও ভোটাররা নগরীর ৪১ টি সাধারণ ওয়ার্ড থেকে ৪১ জন সাধারণ কাউন্সিলর এবং ১৪ জন সংরক্ষিত কাউন্সিলর নির্বাচন করবেন। এখানে ভোট কেন্দ্রের সংখ্যা ৭৩৫টি এবং ভোটকক্ষ রয়েছে ৪,৮৮৬টি।

আরও পড়ুন

×