বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে প্রথম টিকা নিলেন ভিসি কনক কান্তি

প্রকাশিত: 28/01/2021

নিজস্ব প্রতিবেদন :

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে প্রথম টিকা নিলেন ভিসি কনক কান্তি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সেখানে প্রথম টিকা নিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

আজ বৃহস্পতিবার সকালে ৯টার দিকে দেশের দ্বিতীয় টিকাদান কেন্দ্র হিসাবে বিএসএমএমইউয়ে উদ্ধোধন করা হয়। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতালেও টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে।

ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, টিকা নেওয়াটা আমার সামাজিক, রাষ্ট্রীয় ও ব্যক্তিগত দায়িত্ব।  আমাকে দেখে মানুষ টিকাদানে আস্থা ও সাহস পাবে। গতকাল বুধবার পর্যন্ত টিকা নেওয়া নিয়ে মানুষের মনে যে সংশয় ছিল। তা এখন যেতে শুরু করেছে, আমরা এটাই চাই।

আরও পড়ুন

×