প্রকাশিত: 29/01/2021
এবারের (২০২১) একুশে গ্রন্হমেলা ১৮ মার্চ থেকে শুরু হয়ে চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। বাংলা একাডেমির একটি সূত্র আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈশ্বিক মহামারী প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির কারণে বইমেলা অনলাইনে হবে কিনা এমন গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত ১৮ মার্চ থেকে বইমেলা শুরুর ঘোষণা দেয়া হয়েছে।
বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তর থেকে অনুমতি মিলেছে। আমরা ১৮ মার্চ থেকে বই মেলা শুরু করব যা চলবে পরবর্তী ১৪ এপ্রিল পর্যন্ত।