প্রকাশিত: 30/01/2021
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার সকাল ৮টা ৪০ মিনিটের সময় বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। তার সঙ্গে রয়েছেন স্ত্রী রাহাত আরা বেগম।
এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, চিকিৎসার জন্য আজ সকালে সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল ইসলাম আলগমীর। করোনা ভাইরাস পরিস্থিতিতে সিঙ্গাপুরে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে তাকে।
উল্লেখ্য, সর্বশেষ ২০১৯ সালের ৪ অক্টোবর চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।