মিয়ানমারের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ

প্রকাশিত: 01/02/2021

নিজস্ব প্রতিবেদন :

মিয়ানমারের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ

মিয়ানমারে শীর্ষ নেতাদের আটক করেছে দেশটির সেনাবাহিনী। বর্তমান পরিস্থিতি বাংলাদেশ পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

সোমবার সকালে মিয়ানমারের পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের আলাপ কালে তিনি এসব কথা বলেন।

আজ সোমবার ভোরে মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্ট ও ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির নেত্রী অং সান সু চিসহ শীর্ষ সব নেতাদের আটক করেন দেশটির সেনাবাহিনী। এ সময় আগামী ১ বছর জরুরি অবস্থা ঘোষণা করে সেনাবাহিনী।

জরুরি অবস্থার পর মিয়ানমারের ক্ষমতা দেওয়া হয়েছে সশস্ত্র বাহিনীর প্রধান সেনাবাহিনীর সিনিয়র জেনারেল মিং অং হ্লাইংয়ের হাতে। এই জরুরি অবস্থা চলাকালীন তিনি ক্ষমতায় থাকবেন। আর সেনাবাহিনীর সাবেক প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মিন্ট সুয়েকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ দিয়েছেন দেশটির সেনাবাহিনী।

আরও পড়ুন

×