বছরজুড়ে চলবে করোনা টিকাদান কর্মসূচি : স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: 07/02/2021

নিজস্ব প্রতিবেদন :

বছরজুড়ে চলবে করোনা টিকাদান কর্মসূচি : স্বাস্থ্যমন্ত্রী

আজ রবিবার (৭ ফেব্রুয়ারী) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাসের গণটিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, কোভিড-১৯ গণটিকাদান কর্মসূচি বছরজুড়েই চলবে।

জাহিদ মালেক বলেন, করোনা টিকা পেতে ৬ মাস সময় লাগবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিইএইচও) থেকে কোভ্যাক্স টিকা আসবে। সেই টিকা দেওয়া হবে। যার ফলে করোনা টিকা কার্যক্রম চলবে সারাবছর।

তিনি আরও বলেন, প্রথম দফায় অগ্রাধিকারভিত্তিক আঠারো শ্রেণির করোনাভাইরাস সম্মুখযোদ্ধা এবং ৫৫ বছর-ঊর্ধ্ব নাগরিকরা বিনামূল্যে এই টিকা পাবেন। মন্ত্রী-এমপিসহ সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রথমে টিকা নেবেন। এতে সাধারণ মানুষ আরও উদ্বুদ্ধ হবে সাহস পাবে। টিকা দিতে আগ্রহী হবে।  

আরও পড়ুন

×