প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিস্থিতি পর্যালোচনার নির্দেশ দিলেন 

প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিস্থিতি পর্যালোচনার নির্দেশ দিলেন 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিবেশ-পরিস্থিতি তৈরি হয়েছে কিনা, তা পর্যালোচনা করতে শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মন্ত্রিসভার বৈঠকটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে।

আগামী ৫-৬ দিনের মধ্যেই আন্তঃমন্ত্রণালয় সভা করে বিষয়টি পর্যালোচনা করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। করোনাভাইরাস মহামারির কারণে প্রায় ১ বছর ধরে বন্ধ রয়েছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিবেশ-পরিস্থিতি সৃষ্টি হয়েছে কিনা, তা পর্যালোচনা করার প্রয়োজন রয়েছে।

সচিব জানান, প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের করোনাভাইরাসের টিকা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন। গত বছরের ৮ মার্চ দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর ১৭ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি ঘোষণা করা হয়। সর্বশেষ আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা দেওয়া হয়।

ইতিমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলগুলো খুলে দেওয়ার দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছেন।

উল্লেখ্য, ইতিমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আবাসিক হলগুলোর তালা ভেঙ্গে প্রবেশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন ছড়িয়ে পড়ছে।

আরও পড়ুন

×