পঞ্চম ধাপে দেশের ২৯ পৌরসভায় ভোটগ্রহণ চলছে

প্রকাশিত: 28/02/2021

নিজস্ব প্রতিবেদন :

পঞ্চম ধাপে দেশের ২৯ পৌরসভায় ভোটগ্রহণ চলছে

পঞ্চম ধাপে দেশের ২৯ পৌরসভায় ভোটগ্রহণ চলছে। আজ রোববার সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

এই নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০০ জন। এর মধ্যে ১৪ পৌরসভায় ২২ স্বতন্ত্র প্রার্থী মাঠে রয়েছেন। তাদের বেশিরভাগই আওয়ামী লীগ-বিএনপির বিদ্রোহী প্রার্থী।

নির্বাচন উপলক্ষ্যে এলাকায় পুলিশ, র্যাব , কোস্টগার্ড ও বিজিবি সদস্য মাঠে রয়েছেন।

তবে নির্বাচন ঘিরে বড় ধরনের সহিংসতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম। তিনি জানান, আমাদের কাছে যে তথ্য রয়েছে, তাতে সব নির্বাচনি এলাকার পরিস্থিতি ভালো। পরিস্থিতি গুরুতর অবনতি হতে পারে-এমন তথ্য নেই। 

গতকাল শনিবার ভোটকেন্দ্রগুলোয় নির্বাচনি সামগ্রী পাঠানো হয়েছে। ভোটগ্রহণের সময়ে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছাড়াও ম্যাজিস্ট্রেটরা মাঠে নেমেছেন। পৌরসভাগুলোর ভোটকেন্দ্রের পাহারায় দুই হাজার ৫০০ পুলিশ, এক হাজার ২৫০ আনসার ও চার হাজার ৩৭৫ জন অঙ্গীভূত আনসার মোতায়েন থাকছে।

তিনি আরও জানান, সবকটি পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোট নেওয়া হচ্ছে। তবে উপজেলা পরিষদের ভোট কাগজের ব্যালটে নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, এর আগে চারটি ধাপে দেশের ২০৩ টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

×