প্রকাশিত: 03/03/2021
আজ মঙ্গলবার রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সমাবেশে যোগ দিতে ঢাকা থেকে নেতাকর্মীদের নিয়ে সড়কপথে রওনা দিয়েছেন বিএনপি মনোনীত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী হিসেবে অংশ নেওয়া তাবিথ আউয়াল।
সঙ্গে থাকা তার সচিব রাজু জানান, ২.৩০টার দিকে তাবিথ আউয়ালের গাড়িবহর রাজশাহীর পুঠিয়ায় পৌঁছলে পুলিশ আটকে দেয়। প্রায় আধাঘণ্টা বাকবিতণ্ডার পর সঙ্গে থাকা ১০ জনকে সাথে নিয়ে যেতে অনুমতি দেওয়া হয়। কিন্তু এই শর্তে তাবিথ আউয়াল কাউকে রেখে যেতে রাজি হয়নি। পরে পুলিশ একপর্যায়ে সবাইকে যেতে দেয়।