ভাসানচরের পথে ২২৬০ রোহিঙ্গা

প্রকাশিত: 03/03/2021

নিজস্ব প্রতিবেদন :

ভাসানচরের পথে ২২৬০ রোহিঙ্গা

পঞ্চম ধাপের ২,২৬০ রোহিঙ্গা নিয়ে ভাসানচরের উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর ৬টি জাহাজ। আজ বুধবার সকাল ১০টার দিকে ছয়টি জাহাজে করে রোহিঙ্গারা ভাসানচরের উদ্দেশে রওনা দেন।

এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে এবং বিকালে ৪০টি বাসে করে দুই হাজার ২৬০ রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু নিয়ে উখিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশে বাসগুলো রওয়ানা হয়।

রোহিঙ্গাদের বহনকারী বাস নিয়ন্ত্রণ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও অ্যাম্বুলেন্স সঙ্গে যেতে দেখা গেছে। এছাড়াও রোহিঙ্গাদের মালামাল বহন করে ১১টি কার্গো ভ্যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের অতিরিক্ত কমিশনার শামসুদ্দৌজা। তিনি জানান, এখন পর্যন্ত ১০ হাজার রোহিঙ্গা ভাসানচরে গেছেন।

উল্লেখ্য, মিয়ানমার সেনাবাহিনী ও সরকারের দমন-পীড়নে নিপীড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয় সাড়ে ১১ লাখের বেশি রোহিঙ্গা বর্তমানে টেকনাফ ও উখিয়ার ক্যাম্পগুলোতে বসবাস করছেন তারা। তাদের নিজ দেশে ফিরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে সরকার। তবে এখানকার পরিবেশ থেকে নিরাপদ জীবনযাপনের জন্য ধাপে ধাপে ১ লাখ রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যাওয়া হবে।

আরও পড়ুন

×