ভাষণ দিবস আছে, কিন্তু বাস্তবায়ন নেই : মোমিন মেহেদী

প্রকাশিত: 08/03/2021

মোমিন মেহেদী :

ভাষণ দিবস আছে, কিন্তু বাস্তবায়ন নেই : মোমিন মেহেদী

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, বঙ্গবন্ধুৃর নাম বিক্রি করে ব্যবসা-বাণিজ্য-চাঁদাবাজীর মধ্য দিয়ে ৭ মার্চ ভাষণ দিবস আছে, কিন্তু মানুষের মুক্তির লক্ষ্যে সেই ভাষণের বাস্তবায়ন নেই।

৭ মার্চ বিকেল ৪ টায় তোপখানা রোডস্থ বিডব্লিউএফ মিলনায়তনে অনুষ্ঠিত ‘দ্রব্যমূল্য বৃদ্ধি বন্ধে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন।

প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক-এর সভাপতিত্বে এতে প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক শুভঙ্গকর দেবনাথ,সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, মহাসচিব নিপুন মিস্ত্রী, রাকিব হাসান শাওন, স্বপন দত্ত প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা আরো বলেন, ৭ মার্চ ভাষণ দিবসকে কেন্দ্র করে চলমান সংস্কৃতি উত্তরণ ঘটিয়ে বঙ্গবন্ধুর প্রকৃত গবেষণা নতুন প্রজন্মের প্রতিনিধিদেরকে করতে হবে। আর তার সূত্রতায় ডিজিটাল নিরাপত্তা আইন সহ সকল গণবিরোধী আইন নিষিদ্ধ করা সময়ের দাবি হয়ে দাঁড়াবে।  

আরও পড়ুন

×