সাংগঠনিক শক্তির প্রমাণ দিতে চায় বিএনপি, চলতি মাসেই রাজধানীতে তিনটি সমাবেশ

প্রকাশিত: 09/03/2021

নিজস্ব প্রতিবেদন :

সাংগঠনিক শক্তির প্রমাণ দিতে চায় বিএনপি, চলতি মাসেই রাজধানীতে তিনটি সমাবেশ

দীর্ঘ বিরতির পর আবারও বড় কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি। চলতি মাসেই ঢাকা মহানগরে তিনটি সমাবেশ করবে দলটি। এজন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। এর মাধ্যমে সাংগঠনিক শক্তি দেখাতে চায় দলটি। থানা-ওয়ার্ডে দফায় দফায় বৈঠক করছেন নেতারা।

তিনটি সমাবেশের মধ্যে একটি সমাবেশ হবে কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে। বাকি দুটির আয়োজন করবে ঢাকা উত্তর (ডিএনসিসি) ও দক্ষিণ (ডিএসসিসি) মহানগর বিএনপি। এ দুই সমাবেশে ঢাকা বিভাগের সব জেলার নেতাকর্মীদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সমাবেশগুলোর জন্য তিন আলাদা স্থান চেয়ে গতকাল সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কাছে আবেদন করা হয়েছে।

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন, সরকারের পদত্যাগ ও নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে হবে এসব সমাবেশ করা হবে। ঢাকা মহানগর উত্তরের আয়োজনে আগামী ১০ মার্চ হবে সমাবেশ। এজন্য কাওরানবাজার প্রগতি টাওয়ারের সামনে, মোহাম্মদপুর শহিদ পার্ক মাঠ ও খিলগাঁও তালতলা মার্কেটের সামনে-এই তিনটি স্থানের অনুমতি চাওয়া হয়েছে। 

আর ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে সমাবেশ হবে ১৬ মার্চ। এজন্য নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠ ও সোহরাওয়ার্দী উদ্যান-এই তিনটি স্থানের অনুমতি চাওয়া হয়েছে। এ দুটি সমাবেশে বিএনপির সিনিয়র নেতারা ছাড়াও ছয় সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচনে অংশ নেওয়া দলীয় মেয়র প্রার্থীরা অংশ নেবেন।

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, তাবিথ আউয়াল ও প্রকৌশলী ইশরাক হোসেন গতকাল বিকালে ডিএমপি কার্যালয়ে গিয়ে চিঠি পৌঁছে দেন। এ্যানী বলেন, আমরা ডিএমপি কার্যালয়ে গিয়ে পুলিশের যুগ্ম কমিশনার মনির হোসেনের সঙ্গে বৈঠক করেছি। শান্তিপূর্ণ সমাবেশের জন্য পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে। আশা করছি তারা সহযোগিতা পাবো।

এছাড়া কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে আগামী ৩০ মার্চ সমাবেশের জন্য স্থান হিসাবে সোহরাওয়ার্দী উদ্যানের কথা ভাবছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে হবে এ সমাবেশ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জনগণের অধিকার আদায়ে আমরা তৎপর। জনগণকে সাথে নিয়ে এই সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। আশা করছি শান্তিপূর্ণ সমাবেশে কেউ বাধা দেবে না।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে রাজধানীতে বড় কোনো কর্মসূচি ছিল না দলটির। গত ৫ ফেব্রুয়ারি পাঁচ বিভাগীয় শহরে ছয়টি সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়। এরই মধ্যে তিন বিভাগে সমাবেশ হয়েছে। আগামী ২০ মার্চ চট্টগ্রামে সমাবেশ হবে। এর আগে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে দুটি সমাবেশ হবে। এই কর্মসূচি সফল করতে মহানগর বিএনপি নেতাদের পাশাপাশি বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছে তাবিথ আউয়ালকে ও প্রকৌশলী ইশরাক হোসেনকে।

তারা থানা-ওয়ার্ড নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন। সমাবেশকে কেন্দ্র করে বিএনপির পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও কয়েক দফা বৈঠক করেছেন। এতে সমাবেশ ঘিরে নানা ধরনের ছক তৈরি করা হয়েছে। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে অগ্রভাগে থাকবেন-সেভাবেই শীর্ষ নেতারা নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন

×