বিএনপির ভাইস চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী মারা গেছেন

প্রকাশিত: 21/03/2021

নিজস্ব প্রতিবেদন :

বিএনপির ভাইস চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী মারা গেছেন

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) রুহুল আলম চৌধুরী। 

আজ শনিবার বেলা ১১টা ১৫ মিনিটে রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। 

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। 

রুহুল আলম চৌধুরী গত ১০ মার্চ জ্বর ও সর্দি নিয়ে রাজধানীর সিএমএইচে ভর্তি হন। পরে করোনা পরীক্ষার জন্য নমুনা দিলে রিপোর্ট পজিটিভ আসে। এরপর ১৩ মার্চ তাকে আইসিইউতে নেওয়া হয়।

শায়রুল কবির খান বলেন, হাসপাতালে ভর্তির পর উনার দুবার হার্ট অ্যাটাক হয়েছিল। আজ সকালে আবার তার হার্ট অ্যাটাক হয়। এরপর বেলা ১১টা ১৫ মিনিটে তিনি মারা যান। 

রুহুল আলম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে, মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

আরও পড়ুন

×