প্রকাশিত: 21/03/2021
দেশে কোভিড-১৯ এ গত ২৪ ঘণ্টায় আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৬৮ জন।
আজ শনিবার বিকালে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১ হাজার ৮৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত ৫ লাখ ৬৮ হাজার ৭০৬ জন আক্রান্ত হয়েছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৬ জন নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় প্রাণ হারিয়েছেন ৮ হাজার ৬৬৮ জন।
উল্লেখ্য, দেশে প্রথম করোনায় আক্রান্ত হয় ৮ মার্চ। এবং এ ভাইরাসে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। বর্তমানে বিশ্বের ২১৩টি দেশ ছড়িয়ে পড়েছে করোনা। এটিকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিশ্বজুড়ে করোনা সংক্রমণের হার দ্রুত বাড়ছে। ভাইরাসবিদরা এটাকে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ বলে উল্লেখ করেছেন। তারা বলেছেন, বিগত ঢেউয়ের তুলনায় এবারে সংক্রমণ দ্রুত বাড়ছে, যা উদ্বেগজনক। সংক্রমণ রেখা সোজা উপরে উঠতে থাকলে আক্রান্তের সংখ্যা কোথায় গিয়ে ঠেকবে সেটা ধারণা করাও কঠিন।