প্রকাশিত: 26/03/2021
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর ভাষণ প্রচার করা হবে বলে জানিয়েছেন তার প্রেস সচিব ইহসানুল করিম ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ভাষণ একযোগে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের পাশাপাশি সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশন সম্প্রচার করা হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় পর্যায়ে দশ দিনব্যাপী অনুষ্ঠান আগামীকাল ২৬ মার্চ পর্যন্ত চলবে। ১০ দিনব্যাপী এই আয়োজনের মূল থিম ‘মুজিব চিরন্তন’।
আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) আয়োজনে রয়েছে ‘গণহত্যার কালরাত্রি ও আলোকের অভিযাত্রা’। এদিন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী চুং স্যু-কুয়েন এবং তাকাশি হাওয়াকাওয়ার পুত্র ওসামু হাওয়াকাওয়া উপস্থিত থাকবেন।
২৬ মার্চ আয়োজন ‘স্বাধীনতার ৫০ বছর ও অগ্রগতির সুবর্ণরেখা’। এদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত থাকবেন। পাশাপাশি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন।