প্রকাশিত: 29/03/2021
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে আটক করেছে পুলিশ। আজ রবিবার দুপুরে রাজধানীর রায়েরবাজার গয়েশ্বর চন্দ্র রায়ের বাসা থেকে তাকে আটক করা হয়।
পরিবারের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
তিনি জানান, বিএনপি নেত্রী নিপুণ রায় চৌধুরীকে রাজধানীর রায়েরবাজার গয়েশ্বর চন্দ্র রায়ের বাসা থেকে দুপুরে পুলিশ আটক করেছে। তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা এখনো জানানো হয়নি।
উল্লেখ্য, নিপুণ রায় চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ।