গণপরিবহনে যাত্রী অর্ধেক করার নির্দেশ দিয়েছে সরকার

প্রকাশিত: 30/03/2021

নিজস্ব প্রতিবেদন :

গণপরিবহনে যাত্রী অর্ধেক করার নির্দেশ দিয়েছে সরকার

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে আগামী দুই সপ্তাহের জন্য ১৮টি সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, গণপরিবহনে বর্তমানে যে যাত্রী চলাচল করছে তার অর্ধেকের বেশি পরিবহন করা যাবে না। কঠোর স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহণে চলতে হবে।  সংক্রমণের উচ্চ ঝুকির এলাকায় আন্ত:জেলা যান চলাচল সীমিত করতে হবে, প্রয়োজনে বন্ধ রাখতে হবে।

সিদ্ধান্ত অনুযায়ী উচ্চ সংক্রমণ যুক্ত এলাকায় সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। সামাজিক, রাজনৈতিক, ও ধর্মীয় অন্যান্য অনুষ্ঠান সীমিত করতে হবে। এছাড়া রাত ১০টার পর জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া নিয়ন্ত্রণ করতে হবে। 

জরুরি সেবা ছাড়া সরকারি-বেসরকারি সব অফিস, প্রতিষ্ঠান ও শিল্প কল-কারখানা অর্ধেক লোক দিয়ে পরিচালিত করতে হবে।

বিদেশ থেকে আসা যাত্রীদের হোটেলে নিজ খরচে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

আরও পড়ুন

×