নিপুণ রায়ের মুক্তি দাবি ফখরুলের

প্রকাশিত: 30/03/2021

নিজস্ব প্রতিবেদন :

নিপুণ রায়ের মুক্তি দাবি ফখরুলের

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর মুক্তি দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

গতকাল রোববার সন্ধ্যায় গণমাধ্যমে দেওয়া এক বিজ্ঞপ্তিতে তিনি এ দাবি জানান।

বিজ্ঞপ্তিতে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী-যুবলীগের নৃশংসতা ও নির্মমতার বিরুদ্ধে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। আওয়ামী সন্ত্রাসীদের গুলিবর্ষণে মধুপুরের পীর আবদুল হামিদসহ অসংখ্য মানুষ গুলিবিদ্ধ হন। 

মির্জা ফখরুল বলেন, ঢাকার বাসা থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও দেশব্যাপী চলমান বিক্ষোভে দেশের বিভিন্ন যায়গায় ছাত্রদল, যুবদলের নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়েছে।

এসময তিনি আরও বলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ গ্রেফতার নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করছি। 

আরও পড়ুন

×