দেশে করোনায় সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড, ৪৫ প্রাণহানি

প্রকাশিত: 30/03/2021

নিজস্ব প্রতিবেদন :

দেশে করোনায় সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড, ৪৫ প্রাণহানি

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে দেশে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড গড়েছে আজ। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু হয়েছে।

আজ সোমবার দেশে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সর্বশেষ তথ্য নিয়ে স্বাস্থ্য অধিদফতরের দেযা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১৮১ জন রোগী। এর আগে একদিনে এত বেশি রোগী শনাক্ত হয়নি। 

এ পর্যন্ত দেশে সর্বমোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৮৯৫ জন । এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ৯৪৯ জন। এছাড়া সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৩৮ হাজার ১৮ জন। 

বাংলাদেশে গত বছর ৮ মার্চ কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ে। এরপর ২০ ডিসেম্বর শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে যায়। তা সাড়ে ৫ লাখে পৌঁছাতে সময় লেগেছিল ৭৭ দিন। এরপর আরও ৫০ হাজার নতুন রোগী শনাক্ত হল মাত্র ২২ দিনে।

আরও পড়ুন

×