প্রকাশিত: 01/04/2021
আসছে ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশের ১ কোটি ৯,৯৪৯ টি পরিবারকে নগদ টাকা সহায়তা দেবে বলে সরকার ঘোষণা করেছে। মুজিববর্ষ উপলক্ষে এই সহায়তা দেওয়া হবে আর এর জন্য ৪৫০ কোটি ৪৪ লাখ ৭৭ হাজার ৫০ টাকা বরাদ্দে দেওয়া হয়েছে।
আজ বুধবার দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে সিনিয়র তথ্য অফিসার মোঃ সেলিম হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। ভিজিএফ কর্মর্সূচির আওতায় ৬৪ জেলার ৪৯২ উপজেলা, ৩২৮টি পৌরসভা এই আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানানো হয়।