৫ এপ্রিল থেকে ৭দিনের জন্য সারাদেশ ফের লকডাউন !

প্রকাশিত: 03/04/2021

ডে-নাইট নিউজ

৫ এপ্রিল থেকে ৭দিনের জন্য সারাদেশ ফের লকডাউন !

করোনাভাইরাসের ২য় (ঢেউ) সংক্রমন  হঠাৎ বেড়ে যাওয়ায় এবং প্রতিদিন রোগী আক্রান্তের নতুন নতুন রেকর্ড সৃষ্টি হওয়া সরকার এক সপ্তাহের জন্য সারাদেশ লকডাউন ঘোষণা করেছে।

আগামী ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সারাদেশ লকডাউন হবে। আজ শনিবার ৩ এপ্রিল সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিফ্রিংয়ে এ কথা জানান, তিনি বলেন ১সপ্তাহের জন্য সারাদেশ লকডাউন করা হলো এবং আমামী ৫ এপ্রিল থেকে তা  কার্যকর হবে।

গত বছর  মার্চের শেষ দিকে সরকার সাধারণ ছুটি ঘোষণা করলে ধীরে ধীরে করোনাভাইরাস বাংলাদেশে  স্বাভাবিক হতে থাকে কিন্তু  এবছর ১ম দিকে করোনা ভাইরাসের টিকা বাংলাদেশে আসলে সাধারণ মানুষের মধ্যে অচেতনতা ও স্বাস্থাবিধি সঠিক ভাবে না মানায় করোনা রোগী বেঁড়ে যায় ।  

 

আরও পড়ুন

×