প্রকাশিত: 04/04/2021
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে সপরিবারে আক্রান্ত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন নবী খান সোহেল।
বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে জান্নাতুল ইলমি সূচনা।
নিজের ফেসবুক আইডিতে সূচনা লেখেন, ‘হাসপাতাল থেকে যেদিন বাসায় আসে, সেদিনই মায়ের গলা ব্যথা-ঠাণ্ডা-জ্বর। পরদিন দেখি কোনো ঘ্রাণও পাচ্ছে না। পরে করোনা টেস্ট করে রিপোর্ট আসলো পজিটিভ।
পরদিন বাসার সবাইকে টেষ্ট করাই। গতকাল সন্ধ্যায় রিপোর্ট পেলাম। আমাদের পরিবারের চারজনেরই করোনা পজিটিভ এসেছে। করোনা থেকে দ্রুত মুক্তি পেতে সবার দোয়া কামনা করি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির কর্মসূচিতে পুলিশের গুলিতে আহত হন হাবিব-উন নবী খান সোহেল। এরপর থেকে তিনি রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।