করোনার ঊর্ধ্বগতিতে আদালত পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত আজ 

প্রকাশিত: 04/04/2021

নিজস্ব প্রতিবেদন :

করোনার ঊর্ধ্বগতিতে আদালত পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত আজ 

বৈশ্বিক মহামারি করোনার ঊর্ধ্বগতির এই সময়ে আদালত পরিচালনার বিষয়ে আজ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

আজ রোববার (৪ এপ্রিল) সকালে এক মামলার শুনানিকালে প্রধান বিচারপতি এ কথা জানান।

এ সময় প্রধান বিচারপতি বলেন, সাংবিধানিক কোর্ট তো বন্ধ থাকতে পারে না। জজ কোর্ট থেকে ভিডিও আনা হয়েছে। আজ সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, সাংবিধানিক আদালত কখনোই বন্ধ থাকতে পারে না। কেননা, জরুরি সাংবিধানিক বিষয় শুনতে হয়। অ্যাটর্নি জেনারেলসহ জ্যেষ্ঠ আইনজীবীদের মতামত শুনতে পারেন। সরকার কী সিদ্ধান্ত নেয়, তার সঙ্গে সমন্বয় রেখে পদক্ষেপ নিলে ভালো হয়।

উল্লেখ্য, করোনার সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকায় আগামীকাল (৫ এপ্রিল) সোমবার থেকে সারা দেশে লকডাউন শুরু হচ্ছে। সাত দিনের লকডাউনের শুরুর দিন থেকে গণপরিবহন বন্ধ থাকবে। 

আরও পড়ুন

×