স্বরাষ্ট্রমন্ত্রী ও খাদ্যমন্ত্রীর পদত্যাগ চায় জনগন : মোমিন মেহেদী

প্রকাশিত: 05/04/2021

মোমিন মেহেদী

স্বরাষ্ট্রমন্ত্রী ও খাদ্যমন্ত্রীর পদত্যাগ চায় জনগন : মোমিন মেহেদী

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, লকডাউন নয়; করোনা মোকাবেলায় ব্যর্থ স্বাস্থ্য-স্বরাষ্ট্র ও খাদ্যমন্ত্রীর পদত্যাগ চায় জনগন।

৪ এপ্রিল বিকেল ৩ দ্রব্যমূল্যর দাম না কমিয়ে উল্টো লকডাউনের ফাঁদে ফেলে অর্থনীতি ধ্বংসের চক্রান্ত রুখে দেয়ার দাবিতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, নাগরিক জীবনে নির্মমতা-অসমতা ব্যতিত ৩ মন্ত্রী সহ অধিকাংশ মন্ত্রীই আর কিছু দিতে পারে নি।

এই ব্যর্থরা নিজেরা তো পদত্যাগ করছেই না, দাবি তুললেও মামলা-হামলা করে স্তব্ধ করার চেষ্টা চালাচ্ছে। আর কোন শিক্ষক-চাকুরীজীবী-ব্যবসায়ী যদি আত্মহত্যা করে তাহলে লকডাউন ভেঙ্গে গণধোলাই দেয়া হবে ব্যর্থ মন্ত্রী-এমপিদেরকে।

সভায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সহ-সাংগঠনিক সম্পাদক হাসিনা চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন

×