প্রকাশিত: 10/04/2021
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়ে মারা গেছেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক একেএম রফিক আহাম্মদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে রফিক আহাম্মদ স্ত্রী ও দুই পুত্র রেখে গেছেন।
আজ শনিবার ভোরে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. খালেদ হাসান ।
তিনি বলেন, গত ২৩ মার্চ করোনায় আক্রান্ত হলে তাকে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আইসিইউতে রাখা হয়েছিল। গতকাল শুক্রবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ ভোর ৪টার দিকে তিনি মারা যান।