জরুরি প্রয়োজন ছাড়া বাহিরে বের হওয়া যাবে না, সারাদেশে বন্ধ থাকবে গণপরিবহন

প্রকাশিত: 12/04/2021

নিজস্ব প্রতিবেদন :

জরুরি প্রয়োজন ছাড়া বাহিরে বের হওয়া যাবে না, সারাদেশে বন্ধ থাকবে গণপরিবহন

১৪ এপ্রিল থেকে ১ সপ্তাহের লকডাউনের প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ। আগামী ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এ সর্বাত্মক লকডাউন কার্যকর থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। 

সোমবার প্রকাশিত মন্ত্রিপরিষদের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বিমান, নৌ, সমুদ্র, স্থলবন্দরসংলগ্ন অফিসসমূহ এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

লকডাউনে বন্ধ থাকবে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান। তবে কর্মকর্তা-কর্মচারীরা নিজ কর্মস্থলে অবস্থান করবেন। 

লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলবে শিল্প ও কলকারখানা। সকল প্রকার পরিবহন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহন, উৎপাদন ও জরুরি সেবাদানের ক্ষেত্রে এ নির্দেশ প্রযোজ্য হবে না।

আরও পড়ুন

×