কাল থেকে ১ লাখ প্রবাসীকে ফিরিয়ে আনতে চালু হচ্ছে বিশেষ ফ্লাইট

প্রকাশিত: 17/04/2021

নিজস্ব প্রতিবেদন :

কাল থেকে ১ লাখ প্রবাসীকে ফিরিয়ে আনতে চালু হচ্ছে বিশেষ ফ্লাইট

করোনা মহামারিতে আটকে পড়া প্রায় এক লাখ প্রবাসীকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। চালু হচ্ছে আন্তর্জাতিক বিশেষ ফ্লাইট। আগামীকাল শনিবার থেকেই এই ফ্লাইট চালু করা হবে। 

প্রবাসী কর্মীদের কথা মাথায় রেখে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুরের জন্য এসব বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

বৃহস্পতিবার দিনভর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কার্যালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিকভাবে পাঁচটি দেশে ১০০ থেকে ১২০টি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে। 

বৈঠকের পর সন্ধ্যায় বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, প্রাথমিকভাবে ফ্লাইট চালুর বিষয়ে সবাই ইতিবাচক সাড়া দিয়েছে। এ বিষয়ে রাতে মন্ত্রী পর্যায়ের আরেকটি বৈঠকে চূড়ান্ত ও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে। তবে এরই মধ্যে কিভাবে কোন ফ্লাইট কতদিন চালানো হবে সেটাও নির্ধারিত করা হয়েছে।

আরও পড়ুন

×