প্রকাশিত: 20/10/2019
ভোলায় গুজব ছড়ানো হয়েছে; প্রধানমন্ত্রী
বাংলাদেশ উন্নত হচ্ছে , এবং এগিয়ে যাচ্ছে এটা দেখে নানা ধরনের চক্রান্তমুলক ঘটনা গুলো ঘটানো হচ্ছে । এমনকি ভোলার বোরহানউদ্দিনের ঘটনাটিও সাজানো হয়েছে , এটা একটি চক্রান্ত , মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তিনি বলেছেন ,ভোলার বোরহানউদ্দিনের ঘটনায় এক ছেলের ফেসবুক আইডি হ্যাক করে গুজব ছড়ানো হয়েছে। এ ব্যাপারে ফেসবুক কর্তৃপক্ষের কাছে তথ্য চাওয়া হয়েছে।
এসময় প্রধানমন্ত্রী আরও বলেন, অন্যায়ভাবে দুর্নীতি করে কেউ আঙুল ফুলে কলা গাছ হবে, এটা কঠোরভাবে দেখা হবে।এটাকে ছেড়ে দেওয়া হবে না । ফেসবুকে নবীর নামে অপপ্রচারকারীদের পাশাপাশি পুলিশের উপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। দেশকে অশান্তির দিকে ঠেলে দিতেই এই অপপ্রচার। এই ঘটনায় যারা সংশ্লিষ্ট তাদের কেউ ছাড় পাবে না।