জাস্টিন ট্রুডোকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা 

প্রকাশিত: 23/10/2019

নিজস্ব প্রতিবেদন

জাস্টিন ট্রুডোকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা 

জাস্টিন ট্রুডোকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা 

কানাডার ৪৩তম সাধারণ নির্বাচনে বিজয়ী হয়ে দ্বিতীবারের মতো সরকার গঠন হতে যাচ্ছে জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি । সদ্য সমাপ্ত ফেডারেল নিবার্চন বিজয়ী হওয়ায় জাস্টিন ট্রুডোকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । মঙ্গলবার তিনি জাস্টিন ট্রুডোকে অভিনন্দন বার্তা পাঠান  ।
বার্তায় তিনি বলেন , আমার বিশ্বাস , আপনার এই বিজয় বিশ্ব নেতৃত্ব হিসেবে সত্যিকারের স্বীকৃতি । 

শেখ হাসিনা বলেন, ‘কানাডার সাথে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ সর্বদা গুরুত্ব দেয়। ১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধের সময় কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী পিয়ের এলিয়ট ট্রুডোর অমূল্য অবদানকে বাংলাদেশের জনগণ স্মরণ করে। তখন থেকে আমাদের জনগণের মধ্যে সাধারণ উদারনৈতিক আদর্শ এবং সাংস্কৃতিক সম্পর্কের মধ্য দিয়ে ঘনিষ্ঠ অব্যাহত রেখেছি।'

তিনি আরও বলেন , ‘ আপনি ২০১৫ সালে দায়িত্ব গ্রহনের পর থেকে আমাদের সম্পর্কে একটি উল্লেখযোগ্য গতি অর্জন করেছে । রোহিঙ্গা সঙ্কটে মোকাবেলায় আপনার সক্রিয় এবং অবিচ্ছিন্ন সহায়তার জন্য আমরাও আপনার কাছে কৃতজ্ঞ । আমি  নিশ্চিত আমাদের দু‘দেশের মধ্যে যে বন্ধুত্ব , উষ্ণ এবং দুর্দান্ত সম্পর্ক রয়েছে তা সামনের বছরগুলোতে আরও জোরদার হবে।’ 

জাস্টিন ট্রুডো কানাডার লিবারেল পার্টির নেতা হিসেবে ২০১৫ সালে দেশটির ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। জো ক্লার্কের পর তিনি কানাডার দ্বিতীয় কম বয়সী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তার পিতা পিয়েরে ট্রুডোও কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। স্নাতক শেষে ট্রুডো ভ্যানকুভারের ব্রিটিশ কলম্বিয়ায় শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন

×