ওয়ার্কার্স পার্টি ছাড়লেন বিমল বিশ্বাস 

প্রকাশিত: 23/10/2019

নিজস্ব প্রতিবেদন

ওয়ার্কার্স পার্টি ছাড়লেন বিমল বিশ্বাস 

ওয়ার্কার্স পার্টি ছাড়লেন বিমল বিশ্বাস 


বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ছাড়লেন পলিব্যুরোর সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস । তিনি মঙ্গলবার পার্টির কাছে এ সংক্রান্ত একটি প্রত্যাহার পত্র পাঠান । 
বিমল শাহ বলেন , আমি পার্টির প্রাথমিক সদস্য পদ থেকে সরে যাওয়ার একটি চিঠি পাঠিয়েছি । পরে আমি সভাপতি রাশেদ খান মেনন ভাইকে বিষয়টি ফোনের মাধ্যমে জানায় । 
তিনি বলেন , একটি মার্কসবাদ , লেনিনবাদভিত্তিক কমিউনিস্ট আদর্শ  থেকে অধঃপতিত নেতৃত্বের অধীনে কেউ পার্টি করতে পারে বলে আমার মনে হয় না । ওয়ার্কার্স পার্টি এই আদর্শের অধিকার হারিয়ে ফেলেছে । 
আগামী ২ নভেম্বর ওয়ার্কার্স  পার্টির কংগ্রেস শুরু হচ্ছে । আর এই কংগ্রেসের আগেই পার্টির মধ্যে মতামতের নানান দন্দ্ব তৈরি হয়েছে ।  বিমল বিশ্বাস তার সদস্য পদ প্রত্যাহারপত্রে উল্লেখ করেছেন, বর্তমানে ওয়ার্কার্স পার্টির মূল নেতৃত্ব মার্কসবাদ-লেনিনবাদের কথা বলে, কিন্তু কাজ করে আদর্শের বিরুদ্ধে। কৌশলের নামে নীতিকে জলাঞ্জলি দেয়া হচ্ছে।

আরও পড়ুন

×