নুসরাত হত্যা মামলার রায়ে সন্তুষ্ট হলেন সরকার 

প্রকাশিত: 24/10/2019

নিজেস্ব প্রতিবেদন

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তুষ্ট হলেন সরকার 

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তুষ্ট হলেন সরকার 

নুসরাত জাহান রাফির হত্যা মামলার রায়ে সরকার সন্তুষ্ট প্রকাশ করেছেন বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 
তিনি বলেন, দ্রুততার সাথে এই হত্যা মামলার বিচারকাজ সম্পন্ন হয়েছে।আর এতে সরকার স্বস্তি ও সন্তুষ্ট পেয়েছেন । বৃহস্পতিবার সকালে নুসরাত হত্যা মামলার রায়ে অধ্যক্ষ সিরাজ উদ-দৌলাসহ ১৬ আসামির মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ। একই সঙ্গে প্রত্যেক আসামির এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাদের কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।
এদিকে নুসরাতের বাবা এ কে এম মুসা বলেন , রায়ে আমরা অনেক খুশি হয়েছি । আর এটাই আশা করবো রায় যেনো খুব দ্রুত কার্যকর করা হয় । তার বাবা এটাও বলেন , আমার মেয়ের আত্মা শান্তি পাবে । এরই মধ্যে তারা আরো বলেন তাদের পরিবারের নিরাপত্তা বাড়িয়ে দিতে বলেছেন ।
সকাল থেকে আদালতে ভিড় করে আছেন অনেক সংবাদকর্মী । এসেছেন নুসরাতের সহপাঠী, বন্ধু ও স্বজনরাও ।  

আরও পড়ুন

×