কন্ঠশিল্পী আল মনসুর এর আগামীকালের অপেক্ষা

প্রকাশিত: 26/05/2020

শ্রীকান্ত চৌধুরী 

কন্ঠশিল্পী আল মনসুর এর আগামীকালের অপেক্ষা

আগামী কালের  অপেক্ষা/ আর কিছু ঘন্টা ওরে ছটফট করে আমার এই মনটা/  আসতে আসতে আসছে বুঝি ঐ ঘুম পাড়ানীর মাসিটা/ আমি ঘুমাবোনা ঘুমাবোনা জেগে জেগে দেখব স্বপ্নটা/

 চট্রগ্রামের নন্দিত কন্ঠশিল্পি আল মনসুর এর মিউজিক  এর গানের কথা এটি। অপূর্ব কন্ঠের মাধুরিতে তিনি গানের মাধ্যমে ঘুম পাড়ানীর গল্প, জেগে স্বপ্ন দেখার অপেক্ষার কথা শ্রোতাদের সামনে তুলে ধরেছেন।

বাংলাদেশ এর জনপ্রিয় সংগীত পরিচালক ইথুন বাবুর কথা, সুর ও সংগীতায়াজনে গানটি প্রযোজনা সংস্হা ইবি মিউজিক হতে  ঈদ উপলক্ষ্যে প্রচার করা হয়েছে। ঢাকার বিভিন্ন লোকেশানে চিত্রায়িত গানটি ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে  ইতিমধ্যে শ্রোতা মহলে প্রশংসিত হয়েছে।

শিল্পি আল মনসুর একজন সব্যসাচী শিল্পি। চট্রগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নে জন্ম নেওয়া এই শিল্পি আধুনিক, লোক, গজল, আঞ্চলিক, কাউয়ালী, মাইজভান্ডারি গান সহ সব ধরনের গান পরিবেশন করেন তাঁর অসাধারন গায়কীতে। মঞ্চ,টেলিভিশনে তিনি সবসময় নিজেক ব্যস্ত রেখেছেন তাঁর সুমধুর কন্ঠে সংগীত পরিবেশনার মধ্য দিয়ে।

শিল্পি তাঁর এই মিউজিক ভিডিও এর মাধ্যমে শ্রোতাদের সামনে নিজেকে তুলে ধরেছেন তাঁর অপূর্ব গায়নশৈলীর মাধ্যমে।

আরও পড়ুন

×