করোনা টিকা আংশিক কার্যকর হবে : ফাউসি

প্রকাশিত: 08/08/2020

নিজস্ব প্রতিবেদন :

করোনা টিকা আংশিক কার্যকর হবে : ফাউসি

যুক্তরাষ্ট্রের সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসি বলেছেন, করোনা ভাইরাস (কোভিড-১৯) এর টিকা আংশিক কার্যকর হতে পারে। এ জন্য স্বাস্থ্য বিষয়ক সতর্কতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

ড. অ্যান্থনি ফাউসির মতে, করোনা ভাইরাসের টিকা অনুমোদন দেয়া হলে, সেই টিকা শতকরা মাত্র ৬০-৭০ ভাগ  কার্যকর হতে পারে। ফলে এই টিকা শতভাগ সুরক্ষা দেবে বলে মনে করেন না তিনি।

ব্রাউন ইউনিভার্সিটির আয়োজনে একটি ওয়েবিনারে যোগ দিয়ে সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসি এসব কথা বলেন।

উল্লেখ্য, করোনা ভাইরাস এরই মধ্যে যুক্তরাষ্ট্রের আক্রান্ত হয়েছেন প্রায় ৫০ লাখ মানুষ। আর মারা গেছেন কমপক্ষে এক লাখ ৬০ হাজার। অন্যদিকে করোনা ভাইরাসের বিস্তার রোধ করতে নেয়া লকডাউন কর্মসূচি বিশ্বজুড়ে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। বলা হয়, মহামন্দার পর এটাই অর্থনীতিতে সবচেয়ে বড় আঘাত। এর ফলে কমপক্ষে ৭৩ বছরের মধ্যে জাতীয় প্রবৃদ্ধির দ্রুত পতন হয়েছে।

আরও পড়ুন

×