অস্কারজয়ী অভিনেতা ক্রিস্টোফার প্লামার আর নেই

প্রকাশিত: 06/02/2021

নিজস্ব প্রতিবেদন :

অস্কারজয়ী অভিনেতা ক্রিস্টোফার প্লামার আর নেই

অস্কারজয়ী কানাডিয়ান অভিনেতা ক্রিস্টোফার প্লামার মারা গেছেন। 

স্থানীয় সময় গতকাল শুক্রবার সকালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৯১ বছর। 

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকালে কানেকটিকাটে নিজ বাড়িতে তিনি মারা যান। 

উল্লেখ্য, ১৯৫৮ সালে ‌‌‌‘স্টে স্ট্রাক‍' দিয়ে তার চলচ্চিত্র জীবন শুরু হয়। এরপর টানা ৫০ বছর ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। 

এরপর ২০১২ সালে ‌‘বিগিনার্স' ছবির জন্য অস্কার পেয়েছিলেন তিনি। এছাড়া এছাড়া ২০১০ সালে ‘দ্য লাস্ট স্টেশন’ এবং ২০১৮ সালে ‘অল দ্য মানি ইন দ্য ওয়ার্ল্ড’র জন্য মনোনীত হয়েছিলেন ক্রিস্টোফার প্লামার। 

১৯২৯ সালে কানাডার এক রাজকীয় পরিবারে জন্মগ্রহণ করেন ক্রিস্টোফার প্লামার। কানাডার তৃতীয় প্রধানমন্ত্রী জন অ্যাবটের নাতি ছিলেন তিনি। 

আরও পড়ুন

×