মার্কিন অভিনেতাকে গুলি করে হত্যা, শোকার্ত হলিউড

প্রকাশিত: 03/11/2020

অনলাইন ডেস্ক:

মার্কিন অভিনেতাকে গুলি করে হত্যা, শোকার্ত হলিউড

সায়েন্স ফিকশন সিরিজ ‘সারফেস’ খ্যাত অভিনেতা এডি হাসেলকে রবিবার সকালে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশের প্রাথমিক অনুমান, গাড়ি ডাকাতি করতে এসেই এই অভিনেতাকে গুলি করে দুষ্কৃতকারীরা। এমন নৃশংস মৃত্যুর খবরে গোটা হলিউড শোকার্ত।

৩০ বছর বয়সী এই অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত ম্যানেজার। হাসেলের ম্যানেজার মার্কিন সংবাদপত্র ডেইলি নিউজকে জানান, টেক্সাসে তাকে গুলি করে হত্যা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাসেলের গাড়ি ছিনতাইয়ের সময় তাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

সংবাদে বলা হয়, এডি হাসেলের গার্লফ্রেন্ডের অ্যাপার্টমেন্টের বাইরে গুলি করা হয়। গুলি তার পেট বিদ্ধ করে। যদিও গার্লফ্রেন্ড কোনো আততায়ীকে দেখতে পাননি বলেই পুলিশের কাছে দাবি করেছেন। 

উল্লেখ্য, অস্কার মনোনীত ছবি ‘দ্য কিডস আর অল রাইট’ এর এই অভিনেতার উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে বম্ব সিটি, হাউস অফ ডাস্ট, ওয়ারিয়র রোড ও ফ্যামিলি উইকেন্ড। তার অভিনীত সবশেষ সিনেমা ২০১৭ সালের ‘ওহ লুসি!’। টিভি শো’তেও তিনি নিয়মিত ও জনপ্রিয় ছিলেন।

আরও পড়ুন

×