প্রকাশিত: 25/08/2020
দেশে আগামী ৩ দিন (৭২ ঘন্টা) বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতর। আজ মঙ্গলবার সকালে দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য দেওয়া হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর অবস্থানরত লঘুচাপ আরো ঘনীভূত হয়ে বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থায় করেছে।
আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্রগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায়, ঢাকা, রাজশাহী, সিলেট রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী আকারে বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।