আগামী ৩ দিনে তাপমাত্রা কমবে এবং ঘন কুয়াশা থাকবে

প্রকাশিত: 08/12/2020

ডে-নাইট নিউজ ডেস্ক:

আগামী ৩ দিনে তাপমাত্রা কমবে এবং ঘন কুয়াশা থাকবে

দেশে শীতের শুরুতে ঘন কুয়াশা দেখা যায় এবং ডিসেম্বরের শুরু হতে চারদিকে ঘন কুয়াশায় আবৃত। পাশাপাশি আগামী ৩ দিন মাঝারি থেকে ভারি কুয়াশা অনেক জায়গায় পড়তে পারে। এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আগামী তিন দিনের মধ্যে রাতের তাপমাত্রা আরও কমবে। 

আবহাওয়া অধিদফতর সোমবার তার নিয়মিত আবহাওয়া বুলেটিনে এসব তথ্য জানিয়েছে।

এদিকে সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টা আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছে, সারাদেশে আবহাওয়া মূলত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশের সাথে শুকনো থাকতে পারে।

মধ্যরাত থেকে মাঝারি থেকে ভারী কুয়াশা দেশের নদীর অববাহিকায় জায়গায়গুলোতে পড়তে পারে। দেশের অন্য জায়গুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও আগামী তিন দিনে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

দেশে রবিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ১৪ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন

×