সিলেট বিভাগে কালবৈশাখী ঝড়ের পূর্বাবাস 

প্রকাশিত: 20/04/2021

নিজস্ব প্রতিবেদন :

সিলেট বিভাগে কালবৈশাখী ঝড়ের পূর্বাবাস 

সিলেট বিভাগে আজ কালবৈশাখী ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাবাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাবাসে বলা হয়েছে, সিলেট বিভাগে দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া পটুয়াখালী অঞ্চলসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আরও পড়ুন

×