আজ দেশের সব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

প্রকাশিত: 07/02/2021

নিজস্ব প্রতিবেদন :

আজ দেশের সব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

দেশের ৬ বিভাগের দু-এক জায়গায় আজ বজ্র বৃষ্টি হতে পারে। আজ শনিবার সকালে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছেন।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও খুলনা বিভাগের দুই এক জায়গায় হালকা বা বজ্র বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের বিভিন্ন এলাকায় মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা পড়তে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া দেশের কোথাও শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে না। 

আরও পড়ুন

×